Tuesday, October 6, 2015

কক্সবাজারের চকরিয়ায় সেনাবাহিনীর গাড়ী খাদে পড়ে ২ সেনা সদস্য নিহত : আহত-২

মোর্শেদুর রহমান খোকন/জিয়াবুল হক(৪
অক্টোবর) :: কক্সবাজার-চট্রগ্রাম
মহাসড়কের চকরিয়ার খুটাখালীতে
সেনাবাহিনীর একটি গাড়ী নিয়ন্ত্রন
হারিয়ে খাদে পড়ে ২ সেনা সদস্য নিহত
হয়েছে।এসময় আহত হয়েছে আরো ৩জন।
৪ অক্টোবর সোমবার রাত ৮টার দিকে এ
দুর্ঘটনা ঘটে।নিহত সেনা সদস্য হচ্ছে সৈনিক
শফিকুল ইসলাম(৩৫) ও নাঈম উদ্দিন(৩২)।
আহতদেরকে উদ্ধার করে ডুলহাজারা
খ্রীস্টান মেমোরিয়াল হাসপাতালে নেয়া
হয়েছে।নিহত সেনা সদস্যরা চকরিয়াস্থ
সেনা ক্যাম্পে রয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
প্রভাত চন্দ্র ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে
বলেন,সন্ধ্যা ৭ টায় ঢাকা থেকে রামুর
ক্যাম্পে যাওয়ার পথে রাত ৮টার দিকে
খুটাখালী স্টেশনের পরে পৌছলে বিপরিত
দিক থেকে আসা অপর একটি চেয়ার কোচকে
পাশ কাটার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে
ফেলে।এসময় সেনাসদস্য বহনকারী গাড়িটি
সড়কের পাশর্^বর্তী সেলিম ফিউচার
পার্কের নামের একটি বিয়ের ক্লাবের
দেয়াল ভেঙ্গে খাদে পড়ে যায়।এসময়
ঘটনাস্থলেই দুই সেনা সদস্য শফিকুল ইসলাম ও
নাঈম উদ্দিন নিহত হয়।
ওসি আরো জানান,দুর্ঘটনার সময় পেছন
থেকে আসা সেনাবহিনীর অপর একটি গাড়ি
দ্রুত এগিয়ে এস আহত ও নিহতদের উদ্ধার
করে ডুলহাজারা খ্রীস্টান মেমোরিয়াল
হাসপাতালে নিয়ে যায়।আহত দুই সেনা
সদস্যের নাম পাওয়া গেছে।তারা হচ্ছে
সাজ্জাদ(৩০) ও আরিফ(৩২)।

বাংলাদেশ-মায়ানমার সেনাবাহিনী ভলিবল দলের খেলা অনুষ্ঠিত

খেলাধুলা বিনিময় কার্যক্রমের
অংশ হিসেবে বাংলাদেশ ও মায়ানমার
সেনাবাহিনী ভলিবল দলের প্রীতি
ভলিবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে আন্তঃবাহিনী
জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)
থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য
জানানো হয়েছে। শুক্রবার ঢাকা
সেনানিবাসে এ প্রীতি ভলিবল ম্যাচ
অনুষ্ঠিত হয়। এতে মায়ানমার ভলিবল দল
০৩-০২ সেটে বাংলাদেশ ভলিবল দলকে
পরাজিত করে।
বাংলাদেশে সফররত মায়ানমার
সেনাবাহিনীর ভাইস অ্যাডজুটেন্ট
জেনারেল মেজর জেনারেল থান সু
প্রধান অতিথি এবং বাংলাদেশ
সেনাবাহিনীর সামরিক সচিব মেজর
জেনারেল আনোয়ারুল মোমেন বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত থেকে এ
ভলিবল ম্যাচ উপভোগ করেন।
পরে খেলা শেষে প্রধান ও বিশেষ
অতিথি খেলোয়াড়দের মাঝে পুরস্কার
বিতরণ করেন।
ভলিবল ম্যাচটি দেখার জন্য
মায়ানমারের রাষ্ট্রদূত, সশস্ত্র বাহিনীর
উচ্চ পদের কর্মকর্তা, বাংলাদেশে
বিভিন্ন দূতাবাসের সামরিক
অ্যাটাশেগণ, বাংলাদেশ ভলিবল
ফেডারেশনের সভাপতি এবং ঢাকা ও
মিরপুর সেনানিবাসের স্কুল ও কলেজ
সমূহের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ ও মায়ানমারের
ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘ
দিনের। বন্ধুপ্রতিম দুই দেশের নিবিড়
সম্পর্ককে আরো সুদৃঢ় ও প্রগাঢ় করার
উদ্দেশে গত ১৫ অক্টোবর ৫৪ সদস্য
বিশিষ্ট মায়ানমার সামরিক প্রতিনিধি
দল বাংলাদেশে আসে যাদের মধ্য ১৭
সদস্যের ভলিবল দল ও ২৩ সদস্যে ফুটবল দল
রয়েছে।