Tuesday, October 6, 2015

কক্সবাজারের চকরিয়ায় সেনাবাহিনীর গাড়ী খাদে পড়ে ২ সেনা সদস্য নিহত : আহত-২

মোর্শেদুর রহমান খোকন/জিয়াবুল হক(৪
অক্টোবর) :: কক্সবাজার-চট্রগ্রাম
মহাসড়কের চকরিয়ার খুটাখালীতে
সেনাবাহিনীর একটি গাড়ী নিয়ন্ত্রন
হারিয়ে খাদে পড়ে ২ সেনা সদস্য নিহত
হয়েছে।এসময় আহত হয়েছে আরো ৩জন।
৪ অক্টোবর সোমবার রাত ৮টার দিকে এ
দুর্ঘটনা ঘটে।নিহত সেনা সদস্য হচ্ছে সৈনিক
শফিকুল ইসলাম(৩৫) ও নাঈম উদ্দিন(৩২)।
আহতদেরকে উদ্ধার করে ডুলহাজারা
খ্রীস্টান মেমোরিয়াল হাসপাতালে নেয়া
হয়েছে।নিহত সেনা সদস্যরা চকরিয়াস্থ
সেনা ক্যাম্পে রয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
প্রভাত চন্দ্র ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে
বলেন,সন্ধ্যা ৭ টায় ঢাকা থেকে রামুর
ক্যাম্পে যাওয়ার পথে রাত ৮টার দিকে
খুটাখালী স্টেশনের পরে পৌছলে বিপরিত
দিক থেকে আসা অপর একটি চেয়ার কোচকে
পাশ কাটার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে
ফেলে।এসময় সেনাসদস্য বহনকারী গাড়িটি
সড়কের পাশর্^বর্তী সেলিম ফিউচার
পার্কের নামের একটি বিয়ের ক্লাবের
দেয়াল ভেঙ্গে খাদে পড়ে যায়।এসময়
ঘটনাস্থলেই দুই সেনা সদস্য শফিকুল ইসলাম ও
নাঈম উদ্দিন নিহত হয়।
ওসি আরো জানান,দুর্ঘটনার সময় পেছন
থেকে আসা সেনাবহিনীর অপর একটি গাড়ি
দ্রুত এগিয়ে এস আহত ও নিহতদের উদ্ধার
করে ডুলহাজারা খ্রীস্টান মেমোরিয়াল
হাসপাতালে নিয়ে যায়।আহত দুই সেনা
সদস্যের নাম পাওয়া গেছে।তারা হচ্ছে
সাজ্জাদ(৩০) ও আরিফ(৩২)।

No comments:

Post a Comment