খেলাধুলা বিনিময় কার্যক্রমের
অংশ হিসেবে বাংলাদেশ ও মায়ানমার
সেনাবাহিনী ভলিবল দলের প্রীতি
ভলিবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে আন্তঃবাহিনী
জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)
থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য
জানানো হয়েছে। শুক্রবার ঢাকা
সেনানিবাসে এ প্রীতি ভলিবল ম্যাচ
অনুষ্ঠিত হয়। এতে মায়ানমার ভলিবল দল
০৩-০২ সেটে বাংলাদেশ ভলিবল দলকে
পরাজিত করে।
বাংলাদেশে সফররত মায়ানমার
সেনাবাহিনীর ভাইস অ্যাডজুটেন্ট
জেনারেল মেজর জেনারেল থান সু
প্রধান অতিথি এবং বাংলাদেশ
সেনাবাহিনীর সামরিক সচিব মেজর
জেনারেল আনোয়ারুল মোমেন বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত থেকে এ
ভলিবল ম্যাচ উপভোগ করেন।
পরে খেলা শেষে প্রধান ও বিশেষ
অতিথি খেলোয়াড়দের মাঝে পুরস্কার
বিতরণ করেন।
ভলিবল ম্যাচটি দেখার জন্য
মায়ানমারের রাষ্ট্রদূত, সশস্ত্র বাহিনীর
উচ্চ পদের কর্মকর্তা, বাংলাদেশে
বিভিন্ন দূতাবাসের সামরিক
অ্যাটাশেগণ, বাংলাদেশ ভলিবল
ফেডারেশনের সভাপতি এবং ঢাকা ও
মিরপুর সেনানিবাসের স্কুল ও কলেজ
সমূহের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ ও মায়ানমারের
ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘ
দিনের। বন্ধুপ্রতিম দুই দেশের নিবিড়
সম্পর্ককে আরো সুদৃঢ় ও প্রগাঢ় করার
উদ্দেশে গত ১৫ অক্টোবর ৫৪ সদস্য
বিশিষ্ট মায়ানমার সামরিক প্রতিনিধি
দল বাংলাদেশে আসে যাদের মধ্য ১৭
সদস্যের ভলিবল দল ও ২৩ সদস্যে ফুটবল দল
রয়েছে।
Tuesday, October 6, 2015
বাংলাদেশ-মায়ানমার সেনাবাহিনী ভলিবল দলের খেলা অনুষ্ঠিত
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment